<p>দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় আব্দুল্লাহ আল ফাহিম (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) রাতে পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের তাপবিদ্যুৎ কেন্দ্র আবাসিক গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকির পাড়া গ্রামের মাসুমের ছেলে।</p> <p>জানা গেছে, ১০ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী ফাহিম দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিল। শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল সে। বিকেলে তাকে ঘটনাস্থল রেল লাইনের পাশে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। সন্ধ্যা ৭টার দিকে রেলের ৩৬৮/৪ নম্বর খুঁটির কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর সাজিদ হাসানের নেতৃত্বে ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।</p> <p>নিহতের চাচা জিয়াউর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিল ফাহিম। কয়েক মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হলে প্রায় ২৫ দিন পর ঢাকা থেকে তাকে উদ্ধার করা হয়।</p> <p>পার্বতীপুর রেল থানার ওসি সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। </p>