<p style="text-align: justify;">ঝিনাইদহ-৪ আসনের সংসদ্য আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচার, হত্যার পরিকল্পনাকারীদের আটক ও ফাঁসির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মধুগঞ্জ বাজার এলাকায় নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।</p> <p style="text-align: justify;">ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠাণ্ডু, সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল আলম, নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমির প্রধান শিক্ষক শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।</p> <p style="text-align: justify;">এ সময় বক্তারা বলেন, আমাদের এমপিকে হত্যার জন্য দীর্ঘদিন ধরেই ঘাতকেরা পরিকল্পনা করেছে। এমপিকে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করা হয়েছে। নৃশংস এ হত্যার সুষ্ঠু বিচার, হত্যার পরিকল্পনাকারীদের দৃষ্টামূলক শাস্তি দিতে হবে। </p> <p style="text-align: justify;">প্রশাসনের উদ্দেশ্য তারা বলেন, আপনারা যদি এমপি সাহেবের লাশ ফিরিয়ে আনতে না পারেন তাহলে অন্তন্ত এমপির রক্তমাখা জামা-কাপড়সহ তাঁর ব্যবহৃত জিনিসপত্র ফেরত এনে দেন। খুব দ্রুত হত্যার রহস্য উদঘাটনের দাবিও জানান তারা।</p> <p style="text-align: justify;">উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম। </p> <p style="text-align: justify;">গত ২২মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন। সবশেষ গত মঙ্গলবার বিকেলে ওই ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে এমপি আনারের দেহের খণ্ডিতাংশ উদ্ধার করে পুলিশ।</p>