<p>গণমানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় ভাসছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে নবনির্বাচিত খান আহমেদ শুভ। তিনি এ আসন থেকে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হন।</p> <p>রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জাপুর আসনে প্রার্থীর সংখ্যা আটজন হলেও বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ৪০ বছরের জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ৫৭ হাজার ২৩১ ভোট পেয়ে দ্বিতীয় হন। বাকি ছয়জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।</p> <p>খান আহমেদ শুভ নৌকা প্রতীকে ৮৮ হাজার ৩৯৩ ভোট পেয়ে বিজয়ী হন।</p> <p>সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার মানুষ টাঙ্গাইলের বাসায় এবং মির্জাপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।</p> <p>সোমবার বিকেলে খান আহমেদ শুভ পরাজিত প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের গোড়াইয়ের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন।</p> <p>সন্ধ্যায় সদরে পৌঁছালে উপজেলার একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা তাকে ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা জানান।</p> <p>অনেকে আবেগাপ্লুত হয়ে শুভ এমপিকে বুকে জড়িয়ে ধরে তাঁর সঙ্গে কোলাকুলি করছেন। কেউ পরাচ্ছেন ফুলের মালা, আবার কেউ কেউ দিচ্ছেন ফুলের তোড়া। এতে বিন্দুমাত্র বিরক্ত হচ্ছেন না তিনি।</p> <p>খান আহমেদ শুভ বলেন, এই বিজয় মির্জাপুরবাসীর। এই বিজয় আমার প্রতিটা নেতাকর্মীর। এই বিজয় অন্যায়ের বিরুদ্ধে।</p> <p>আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি, সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করব।</p> <p>তিনি আরো বলেন, উন্নয়নে অনেক পরিকল্পনা রয়েছে আমার, এখন তা বাস্তবায়নের পালা। আমি আপনাদের সহযোগিতায় স্মার্ট মির্জাপুর গড়ব।</p>