<p>উয়েফা নেশনস লিগে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জার্মানি। এই টুর্নামেন্টের ইতিহাসে বসনিয়ার বিপক্ষে জার্মানদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড এটি। </p> <p>জার্মানির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। জার্মাানির ফ্রেইবুর্গের ইউরোপা-পার্ক স্টেডিয়নে হওয়া এই ম্যাচটি ছিল গ্রুপসেরা নিশ্চিত করার। আর এই ম্যাচে রেকর্ড গড়ে এক এক করে ৭ গোল দিয়েছে জার্মানি। জার্মানির হয়ে জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান ভির্টৎস এবং টিম ক্লেইনডিয়েনস্ট। একটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে।</p> <p>ম্যাচের দ্বিতীয় মিনিটেই জার্মানিকে এগিয়ে দেন মুসিয়ালা। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিম ক্লেইনডিয়েনস্ট। ম্যাচে ৩৭তম মিনিটে আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ আরেকটি গোল করলে জার্মানি ৩-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ৫০ ও ৫৭ মিনিটে টানা দুটি গোল করেন বায়ার লেভারকুসেনে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টৎস। ম্যাচের স্কোরলাইন ৬-০ হয় ৬৬ মিনিটে লেরয় সানের গোলে। আর ক্লেইনডিয়েনস্ট ৭-০ করেন ৭৯তম মিনিটে।</p> <p>এদিকে দিনের আরেক খেলায় হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপের রানার্স আপ হয়েছে নেদারল্যান্ডস। ডাচদের পক্ষে ভেঘোর্স্ট, গাকপো, ডামফ্রিস এবং কুপমেইনার্স গোলগুলো করেন।</p> <p>হাঙ্গেরির বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচটি ছিল ঘটনাবহুল। ম্যাচের শুরুতেই হাঙ্গেরির কোচ অ্যাডাম স্লাই বেঞ্চ থেকে পড়ে যান। ফলে খেলা বন্ধ হয়ে যায়। মেডিকেল স্টাফরা দ্রুতই তার কাছে যান এবং প্রাথমিক সেবা দেন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।</p> <p>পরে  খেলা আবার শুরু হলে ২১ মিনিটে পেনাল্টি থেকে ডাচদের এগিয়ে দেন ভেঘোর্স্ট। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গাকপো। এই গোলটিও পেনাল্টি থেকে আসে। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে স্কোরশিটে নাম লেখান ডামফ্রিস। ৮৬ মিনিটে হাঙ্গেরির কফিনে শেষ পেরেক ঠোকেন কুপামেইনার্স।</p> <p>গ্রুপ এ৩-এ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে জার্মানি। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস ৫ পয়েন্ট পেছনে। গ্রুপ পর্বে জার্মানির পরের ম্যাচ মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে। নেদারল্যান্ডসের ম্যাচ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে। <br />  </p>