<p>গণপিটুনির পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় তুরাগ এলাকা থেকে সাইফুল ইসলাম নামের আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৫২তম ব্যাচের (প্রথম বর্ষের) শিক্ষার্থী।</p> <p>গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক অলক কুমার দে’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। এ নিয়ে এখন পর্যন্ত এই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হয়রানি ও নিগ্রহের অভিযোগে জাবির অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727678409-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হয়রানি ও নিগ্রহের অভিযোগে জাবির অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/09/30/1430444" target="_blank"> </a></div> </div> <p>উপ-পরিদর্শক অলক কুমার বলেন, ‘রাজধানীর তুরাগ থানার অন্তর্গত ধউর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’</p> <p>এর আগে রায়হান নামের তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থীকে গাজীপুর থেকে আটক করে পুলিশ। গত ২০ সেপ্টেম্বর সকালে শামীম মোল্লার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে মামলাটি আশুলিয়া থানায় দায়ের করেন।</p>