<p>রংপুরে মাদক মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রংপুর স্পেশাল জজ হায়দার আলী এই আদেশ দেন। রায় ঘোষণার আগেই আসামিরা আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ও সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। সরকার পক্ষের আইনজীবী জয়নাল আবেদীন অরেঞ্জ বিষয়টি নিশ্চিত করেন।</p> <p>আদালত সূত্র বলছে, ২০১১ সালের ২ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়রাম ওঝা গ্রাম থেকে আব্দুল জব্বারের ছেলে মো. দছির উদ্দিন মরহুম আব্দুর রহমানের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ ২৭২ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালত পাঠালে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে যান তারা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেল বিএসএফ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/16/1729064087-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেল বিএসএফ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/16/1435727" target="_blank"> </a></div> </div> <p>সূত্র জানায়, এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে ৭ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক দুই আসামি দছির উদ্দিন ও মহুবার রহমানকে দোষী সাব্যস্ত করে যাজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ওই ১০ হাজার টাকা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।</p> <p>সরকার পক্ষের আইনজীবী  জয়নাল আবেদীন অরেঞ্জ এ জানান, রায় ঘোষণার আগেই আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী ও সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তার হওয়ার দিন থেকে এক সঙ্গে কার্যকর হবে বলে আদেশ প্রদান করেন আদালত।</p>