<p>নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৯৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ বুধবার এ তথ্য জানিয়েছে।</p> <p>পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার রাতের শেষের দিকে জিগাওয়া প্রদেশের মাজিয়া শহরে এ দুর্ঘটনা ঘটে। এরপর রাস্তার ওপর ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে গিয়ে অনেকে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায়।</p> <p>অ্যাডাম বলেন, ট্যাংকারটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং প্রায় ৫০ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও সতর্ক্য করেছেন তিনি।</p> <p>দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত দুর্ঘটনাস্থলে ভিড় করে এবং সড়ক ও নালায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে থাকে। পুলিশ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেছেন। তবে তারা ‘সংখ্যায় অনেক বেশি’ ছিল বলে অ্যাডাম জানিয়েছেন।</p> <p>এদিকে নাইজেরিয়ার মেডিক্যাল অ্যাসোসিয়েশন আহতদের সেবা প্রদানে সহায়তার জন্য চিকিৎসকদের নিকটস্থ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছনোর জন্য আহ্বান জানিয়েছে। প্রয়োজন হচ্ছে।</p> <p>আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় এ ধরনের জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ প্রায়ই ঘটে। খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা দেশের অনেক রাস্তা এ পেছনে অন্যতম কারণ। পাশাপাশি দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রায়ই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে ঝুঁকি নেয়, যা প্রাণঘাতী বিপদের কারণ হয়ে দাঁড়ায়। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস অনুসারে, শুধু ২০২০ সালেই এক হাজার ৫৩১টি পেট্রল ট্যাংকার দুর্ঘটনায় ৫৩৫ জন মারা গেছে এবং এক হাজার ১৪২ জন আহত হয়েছে।</p> <p>সূত্র : এএফপি, আলজাজিরা</p>