<p>ডিসেম্বর ১৮৭০। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের ছোট্ট শহর রেনো। মার্কিন মুলুক আর কানাডা ঘুরে তখন সেখানেই থিতু হয়েছেন জ্যাকব ডেভিস। এসেছেন লাটভিয়া থেকে। পেশায় দরজি। তার কাছে এক মহিলা এলেন কাঠুরে স্বামীর জন্য প্যান্ট বানাতে। শর্ত একটাই, খুব শক্তপোক্ত হতে হবে। অনেক ভেবে শেষে কটনের ক্যানভাস কাপড় দিয়ে সেই প্যান্ট বানালেন জ্যাকব। কাজ করতে গিয়ে যেসব জায়গায় ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, সেসব জায়গায় সেলাইয়ের ওপর ঠুকে দিলেন গজাল [রিভেট]। সে প্যান্ট এতটাই টেকসই হলো, মুখে মুখে খবর ছড়িয়ে পড়ল। রেনো ছিল মূলত রেলস্টেশন। দলে দলে রেলের শ্রমিকরা তার কাছে প্যান্ট বানাতে আসতে লাগল।</p> <p>তখন ডেভিস বুঝতে পারলেন, বড় ঘটনা ঘটিয়ে ফেলেছেন। তিনি জিনিসপত্র কিনতেন লেভি স্ট্রসের দোকান থেকে। তাকে প্রস্তাব করলেন বিনিয়োগ করার। লেভি ব্যবসায়ী পরিবারের সন্তান। এসেছেন জার্মানির ব্যাভারিয়া থেকে। তাদের মূল দোকান নিউইয়র্কে। সেটা চালান বড় দুই ভাই। ক্যালিফোর্নিয়ায় সোনার খনি আবিষ্কারের পর তিনি চলে আসেন এখানে। সোনার খোঁজে নয়, ব্যবসা বাড়াতে। কাজেই তিনিও রাজি হয়ে যান। ১৮৭৩ সালে তারা এই প্যান্টের পেটেন্ট করান। এর মধ্যেই ক্যানভাসের বদলে ডেনিম কটন ব্যবহার করতে শুরু করেন ডেভিস। এই কাপড় বানানো শুরু হয়েছিল ইতালির জেনোয়া আর ফ্রান্সের নিম শহরে। জেনোয়ার ফরাসি উচ্চারণ থেকেই এই প্যান্টের নাম হয়েছে ‘জিন্স’।</p> <p> </p>