<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কানাডার নিরাপত্তা সংস্থাগুলো বিশ্বাস করে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ষড়যন্ত্র সম্পর্কে জানতেন। জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেলকে এমন কথা জানান। গ্লোব অ্যান্ড মেইল ওই কর্মকর্তার পরিচয় সুস্পষ্টভাবে প্রকাশ করেনি। তিনি কানাডায় নয়াদিল্লির বিদেশি-হস্তক্ষেপ কার্যকলাপের গোয়েন্দা মূল্যায়ন নিয়ে কাজ করেন। ওই কর্মকর্তা বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িত করেছেন। মোদির বিশ্বস্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও নিজ্জর হত্যার সিদ্ধান্তের কথা জানতেন।  মোদি যে নিজ্জর হত্যার ষড়যন্ত্র জানতেন সে বিষয়ে অবশ্য কোনো প্রত্যক্ষ প্রমাণ কানাডার কাছে নেই। তবে ওই কর্মকর্তা বলেন, তারা মনে করেন, এমন একটি টার্গেট হত্যাকাণ্ডের আগে অমিত শাহ, জয়শঙ্কর ও দোভালের মতো তিনজন জ্যেষ্ঠ রাজনীতিক মোদির সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করবেন না, এটা ভাবাই যায় না। এদিকে কানাডার সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : দ্য গ্লোব অ্যান্ড মেল, হিন্দুস্তান টাইমস</span></span></span></span></span></p>