<p>কানাডা সরকার বলেছে, তাদের দেশের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ষড়যন্ত্রের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতেন, এমন কোনো প্রমাণ অটোয়ার হাতে নেই। এমনকি এ ঘটনার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সংশ্লিষ্টতা থাকার প্রতি ইঙ্গিত করার মতো কোনো প্রমাণ তাদের কাছে নেই। নিজ্জর হত্যা ষড়যন্ত্র মোদিসহ তার সরকারের শীর্ষ কয়েক কর্মকর্তা জানতেন বলে কানাডার গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর দেশটির সরকার এমন খবরকে ‘অনুমানমূলক ও ভুল’ বলে আখ্যা দেয়।</p> <p>কানাডার জাস্টিন ট্রুডো সরকারের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা উপদেষ্টা নাথালি ড্রোউন বলেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক এমন কর্মকর্তার বরাত দিয়ে কানাডার গণমাধ্যম যে দাবি করেছে, সেটির কোনো প্রমাণ থাকার বিষয়ে তার সরকার অবগত নয়। ২০২৩ সালের জুনে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় খুন হন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা নিজ্জর। তিনি শিখদের জন্য স্বাধীন খালিস্তান রাষ্ট্র গড়ার পক্ষে সোচ্চার নেতা ছিলেন। নিজ্জর ভারত সরকারের কাছে একজন ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে চিহ্নিত ছিলেন। তিনি খালিস্তান টাইগার ফোর্স বা কানাডায় শিখস ফর জাস্টিসের (এসএফজে) মতো একাধিক সংগঠনেরও প্রধান ছিলেন। কানাডার গণমাধ্যমে নিজ্জর হত্যাকাণ্ডে মোদির নাম জড়ানোয় তীব্র নিন্দা জানায় ভারত।</p> <p>সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি</p>