<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি ও চাঁদাবাজির মতো খরচের ফলে, জিনিসপত্রের দামের ওপর প্রভাব পড়ে। কিন্তু তা সাময়িক। উৎপাদন ব্যয়ের প্রভাব দীর্ঘমেয়াদি। এ জন্য দীর্ঘ মেয়াদে পণ্যের দাম কমাতে হলে উৎপাদন খরচ কমিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে সরকারের সঠিক নীতিনির্ধারণ করতে হবে। শুধু বাজার তদারকি করে পণ্যের দাম কমানো যাবে না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফরম ভয়েস ফর রিফর্ম। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি : সংকট সমাধানের আশু উপায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক সংলাপে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের (সিরডাপ) গবেষণা বিভাগের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিনিসপত্রের দাম বাড়ার পেছনে যে সিন্ডিকেটের কথা বলা হয়, আমি তা ঠিক মনে করি না। কোনো সিন্ডিকেট দীর্ঘ সময় ধরে উচ্চ দাম ধরে রাখতে পারে না। বরং অতীতে নেওয়া বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক নীতির কারণে মূল্যস্ফীতি হচ্ছে। আওয়ামী লীগ সরকারের প্রবৃদ্ধি দেখানোর নীতির নেতিবাচক ফল আজকের মূল্যস্ফীতি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একই অনুষ্ঠানে অর্থনীতিবিদ জ্যোতি রহমান বলেন, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশে করোনা ছিল না, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধও শুরু হয়নি, তখন মুদ্রার বিনিময় হার ও রাজনৈতিক স্থিতিশীলতা ছিল। এর পরও দেশে প্রায় ৬ শতাংশ মূল্যস্ফীতি ছিল। অথচ একই সময় প্রতিবেশী দেশগুলোয় মূল্যস্ফীতি তুলনামূলক কম ছিল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চালডালের সিইও ওয়াসিম আলীম বলেন, জিনিসপত্রের দাম বাড়ার পেছনে অন্যতম কারণ ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন। গত আড়াই বছরের মধ্যে এক ডলারের দাম ৮৬ টাকা থেকে ১২০ টাকা হয়েছে। এটি মূল্যস্ফীতির অন্যতম কারণ বিগত সময়ে অবাধে টাকা ছাপানো ও পাচারের কারণেও দ্রব্যমূল্যে প্রভাব পড়েছে। এখন জিনিসপত্রের দাম কমাতে হলে পণ্যের উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি বেশ কিছু পণ্যে আমদানি শুল্কও কমাতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ও তথ্য-প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম মাশরুরের সঞ্চালনায় সংলাপে আরো অনেকেই উপস্থিত ছিলেন।</span></span></span></span></p>