বুয়েটের ভেলা
বন্যাদুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের জরুরি ভিত্তিতে উদ্ধার ও সাময়িক অবস্থানের জন্য বন্যাপ্রবণ এলাকার মানুষের অভিজ্ঞতা, কারিগরদের কাঠ-বাঁশকেন্দ্রিক জ্ঞানকে বৈজ্ঞানিক জ্ঞানের সঙ্গে সমন্বয় করে এক ধরনের ভাসমান স্থাপত্য ডিজাইন করেছে বুয়েটের একটি টিম। তাঁরা হলেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক মাহেরুল কাদের প্রিন্স ও একই বিভাগের শিক্ষার্থী সুজাউল ইসলাম সজীব, জারিফ আলম, শাহানা আলম, তানজিদ নুর রাফি। আল সানিকে সে গল্প শুনিয়েছেন মাহেরুল কাদের প্রিন্স
সম্পর্কিত খবর