<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : মোহাম্মদ আশরাফুলের নতুন অধ্যায় শুরুর পরিকল্পনাটা ছিল গত বছর থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে থাকার কথা ছিল সাবেক এই বাংলাদেশ অধিনায়কের। গতবার না হলেও আশরাফুলের কোচিং ক্যারিয়ারের পর্বটা শুরু হচ্ছে রংপুরের সঙ্গেই। এবারের মৌসুমে এই ফ্র্যাঞ্চাইজির ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন তিনি। এর আগে আশরাফুলের সামনে অপেক্ষা করছে আরো একটি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অ্যাসাইনমেন্ট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্লোবাল সুপার লিগে রংপুরের প্রধান কোচ মিকি আর্থারের সহকারী হিসেবে কাজ করবেন আশরাফুল। আগামী ২৬ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি সামনে রেখে গতকাল মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরু করেছে দলটি। আর্থার দলের সঙ্গে যোগ দেবেন ওয়েস্ট ইন্ডিজে। এর আগে দেশে আশরাফুলের অধীনে অনুশীলন করবেন নুরুল হাসান সোহান-আফিফ হোসেনরা। টুর্নামেন্টটিতে রংপুর ছাড়াও আছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল ভিক্টোরিয়া ও হ্যাম্পশায়ার হকস। পরীক্ষিত এসব দলের বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করলেও রংপুরকে নিয়ে আশার কথাই শুনিয়েছেন আশরাফুল। টুর্নামেন্টে রংপুরের লক্ষ্য কী থাকবে এমন এক প্রশ্নে আশরাফুল বলছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবশ্যই সহজ হবে না (চ্যাম্পিয়ন হওয়া)। কঠিন হবে। তবু আমার মনে হয় আমাদের দলগত পারফরম্যান্স এবং ব্যক্তিগত পারফরম্যান্স যদি ভালো হয় তাহলে অবশ্যই লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় ক্রিকেটারদের নিজেদের চেনানোর জন্য গ্লোবাল সুপার লিগকে বড় মঞ্চ হিসেবেই দেখছেন আশরাফুল, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি বলব এটা একটা বড় সুযোগ আমাদের ক্রিকেটারদের জন্য। এই টুর্নামেন্টে পুরো বিশ্বের সবার চোখ থাকবে, বিশেষ করে যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দল করে থাকে। আমাদের দেশ থেকে ক্রিকেটাররা খুব একটা সুযোগ পায় না বাইরের টুর্নামেন্টগুলোতে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে পরিকল্পনার কথাও শুনিয়েছেন আশরাফুল, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় যেতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>