<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্রীড়া প্রতিবেদক : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বাসটা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুধু তাওহিদের হৃদয়ের নয়। বাংলাদেশ দলও মনেপ্রাণে এটাই লালন করে যে ওয়ানডে ক্রিকেটটা তাঁদের পছন্দের সংস্করণ। অন্য দুই সংস্করণের চেয়ে ওয়ানডেতে তুলনামূলক বেশি সাফল্য এর একটা বড় কারণ। শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে যাওয়ার আগে তাওহিদও বলছিলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তবু বিশ্বাসের ফাঁক গলে প্রশ্নও উঠছে, আসলেই কি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গর্বের সংস্করণে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাংলাদেশ দল আগের সেই অবস্থায় আছে?</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ ওয়ানডেতে মূলত দুর্দান্ত হয়ে উঠেছিল ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে। বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলে আসার পর ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতেছিল। সাফল্য ধরা দিয়েছিল দেশের বাইরেও। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় এসেছিল সেই ধারাবাহিকতায়। আর ঘরের মাঠকে তো এক প্রকার দুর্গই বানিয়ে ফেলেছিল বাংলাদেশ। ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ঘরের মাঠে সব মিলিয়ে ১৮টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ১৪ জয়ের বিপরীতে হার মাত্র চারটিতে। চার হারের দুটিই আবার সর্বশেষ তিনটি সিরিজে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে আফগানিস্তান ও অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে সফরে আসা নিউজিল্যান্ডের কাছে ছিল সেই দুটি সিরিজ হার।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুধু হার নয়। এই সময়ে আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতেও হিমশিম খেয়েছে বাংলাদেশ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এর একটি বড় উদাহরণ হয়ে থাকবে। ব্যাটিং উইকেটে বোলাররা যেমন তাল খুঁজে পাননি, ব্যাটাররাও দ্রুত রান তোলার চাপ নিতে ব্যর্থ হয়েছেন। ভারতেই এক সংবাদ সম্মেলনে তাই দেশে ভালো উইকেটে খেলার আকুতির কথাও শোনা গিয়েছিল বর্তমান অধিনায়ক নাজমুল হোসেনের মুখে। বাংলাদেশের সামনে এখন অপেক্ষা করছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। এর আগে বাংলাদেশ দুটি সিরিজ খেলবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যার প্রথমটি শুরু হবে আগামীকাল থেকে। চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়ানডের চেনারূপে কি ফিরতে পারবে বাংলাদেশ?</span></span></span></span></p>