<p>খোদ ইউনিয়ন পরিষদ ভবনে বসে মাদক বিক্রির অভিযোগ উঠেছে আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুর বিরুদ্ধে। এ অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৬ অনুচরকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে কুমারী ইউনিয়ন পরিষদ ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।</p> <p>এ সময় সেখান থেকে মদ, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, মাদক সেবনের সরঞ্জাম ও কনডম, যৌন উত্তেজক ট্যাবলেট, হুক্কা, খেলনা পিস্তল, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও বিপুল পরিমাণ সরকারি কম্বল উদ্ধার করা হয়েছে। আটকের পর তাদের ক্যাম্পে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।</p> <p>আটককৃতরা হলেন কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ পিন্টু, তার ঘনিষ্ঠ অনুচর হাশেম মালিথার দুই ছেলে মেহেদী হাসান ও রাজা বাবু, রইচ উদ্দীনের ছেলে শাহজাহান, কামালপুরের আজিজুল ইসলামের ছেলে বাপ্পি রহমান ও কুমারীর মৃত আব্দুল মালেকের ছেলে হাবিবুর রহমান ওরফে সোহেল। তবে জিজ্ঞাসাবাদ শেষে পিন্টু চেয়ারম্যানের দুই সহোদর আবু সায়েম রিপন ও রাজিবকে ছেড়ে দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইউপি সদস্যের বিরুদ্ধে মাদকের সম্রাজ্য গড়ে তোলার অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730105592-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইউপি সদস্যের বিরুদ্ধে মাদকের সম্রাজ্য গড়ে তোলার অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/28/1440050" target="_blank"> </a></div> </div> <p>এ সময় ঘটনাস্থল ইউনিয়ন পরিষদ বিল্ডিংয়ের দোতলার কক্ষ থেকে ২ বোতল মদ, ৭ বোতল ফেনসিডিল, খেলনা পিস্তল, ১টি বড় দা, ২ টি হুক্কা, ৪৪টি যৌন উত্তেজক ট্যাবলেট, হেরোইন খাওয়ার আইটেম, ১২ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়েছে।</p> <p>জিজ্ঞাসাবাদে পিন্টু চেয়ারম্যানের স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ ভবনের নিচতলা থেকে ১৫০টি কম্বল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় দুটি মামলা করা হয়েছে।</p>