<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত শিক্ষার্থী সজীব ইসলাম সানি (২৩)। এখনো সরকারি পর্যায় থেকে কোনো সাহায্য-সহযোগিতা পায়নি অসহায় পরিবারটি।  বেশির ভাগ আহতরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি সজীব। তিনি ঢাকার সাভারে সিআরপিতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অসহায় পরিবারের সন্তান হওয়ায় পড়ালেখার পাশাপাশি টিউশন করে পড়াশোনার খরচ চালিয়ে পরিবারের ভরণ-পোষণ চালাতেন সজীব।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক সম্মানের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সজীব ইসলাম সানি। বাবা প্রয়াত আব্দুল মালেক ছিলেন পেশায় একজন রাজমিস্ত্রি। বাবা মারা যাওয়ার পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই সদস্যের অসুস্থতা গোটা পরিবারকে ভোগাচ্ছে। বিধবা মা আর ছোট দুই বোনকে নিয়ে পৌর শহরের বায়তুল আমানের সফির ব্রিজসংলগ্ন আশরাফ খাঁর ডাঙ্গি এলাকায় বসবাস তার। বড় বোনের বিয়ে হয়ে গেছে। ছোট বোন ফরিদপুর কমার্শিয়াল কলেজে লেখাপড়া করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সজীব ইসলাম সানি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিউশন করে নিজের পড়াশোনার খরচের পাশাপাশি সংসারও চালানো লাগত আমার। গত ৪ আগস্ট সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজের সামনে থেকে বের হওয়া ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিই। শহরের থানা রোডে সাউন্ড গ্রেনেড আর কাঁদানে গ্যাসের শিকার হয়ে আত্মরক্ষার জন্য হিতৈষী স্কুলের দিকে গেলে সেখানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় আমার ডান হাত ভেঙে যায়। আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে পাঠানো হয়। ডান হাতের কবজিতে অপারেশন করার পর এখন আর হাতে কাজ করে না। হাড় ভাঙার সঙ্গে হাতের নার্ভ ড্যামেজ হয়ে গেছে। সেখান থেকে গত ১৬ নভেম্বর সাভারের সিআরপিতে ভর্তি রয়েছি আমি। ধারদেনা করে পরিবার জীবিকা নির্বাহ করছে। এখনো সরকারি পর্যায় থেকে কোনো রকম সাহায্য-সহযোগিতা পাইনি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুর সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন জানান, এখন পর্যন্ত কোনো আর্থিক সহযোগিতা এসব পরিবারের জন্য আসেনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>