<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চার জেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ধামইরহাটে পল্লী বিদ্যুৎ কর্মচারী, বাঁশখালীতে পথচারী, সরাইলে বাস যাত্রী ও চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল মেকানিক। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী হারুনুর রশীদ নামের একজন পল্লী বিদ্যুতের কর্মচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের ঘোড়াবট কলোনি নামক এলাকার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুনুর দিনাজপুর জেলার হাকিমপুর থানার মৃত আব্দুর রহিম সরকারের ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাঁশখালী (চট্টগ্রাম) : বাঁশখালী প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বান্যার টেক এলাকায় গতকাল দুপুর ১২টায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় অবিনাশ ধর নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি কালীপুর ইউনিয়নের নাথপাড়ার বিপিন চন্দ্র ধরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত রিকশাটিকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। রিকশাচালক ওই ধাক্কা সামলাতে না পেরে পথচারী অবিনাশের ওপর গাড়িটি তুলে দেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল সোমবার ভোর ৪টার দিকে বাস উল্টে গোপী কান্ত ঘোষ নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। নিহত গোপী কান্ত নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের গোবিন্দ ঘোষের ছেলে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের  সদর উপজেলার আতাহার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল মেকানিক আব্দুল আলিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধোঁয়াপুকুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী ও চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকার মো. মফিজের ছেলে আব্দুল আজিম । আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।</span></span></span></span></p>