<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুরে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের সহযোগিতায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করা হয়েছে। নেদারল্যান্ডসের কার্ডিনাল এলুয়েট জাতের এই আলু বাজারে ৬০-৬২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কাচারিবাজার সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা শাসক রবিউল ফয়সাল। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আফসানা পারভীন, প্রাণ অ্যাগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রাণ অ্যাগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন জানান, একজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন।</span></span></span></span></span></p>