<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও জনসাধারণ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আসছে। ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ডাক্তারের দায়ের করা মামলার আসামি হয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে পৌর শহরের চরকাউরিয়া গ্রাম। হয়রানি বন্ধ ও ডাক্তারের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন গ্রামের নারীরা। ডাক্তার-কর্মচারীরাও কর্মবিরতিসহ নানা কর্মসূচি দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছেন। জানা যায়, গুরুতর অসুস্থ হয়ে গত ২৮ অক্টোবর বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন পৌর শহরের চরকাউরিয়া গ্রামের হতদরিদ্র রিকশাচালক রজব আলী। ওই দিন রাতেই তিনি মারা যান। মারা যাওয়ার পরই রজব আলীর পরিবারের লোকজনের সঙ্গে কর্তব্যরত ডাক্তার আসমা লাবনীর বাগবিতণ্ডা হয়।ঘটনার পরই পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বিএনপি নেতারা ত্রিপক্ষীয় আলোচনা করে রজব আলীর লাশ পরিবারের কাছে পাঠান। এ অবস্থায় হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য চরকাউরিয়া গ্রামের নারীরা মামলা প্রত্যাহারের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেন। অন্যদিকে ঘটনার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করে আসছেন বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ও কর্মচারীরা।</span></span></span></span></p>