<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমুদ্রশহর কক্সবাজারের কলাতলী সৈকত এলাকায় পর্যটকদের ছিনতাইয়ের পরিকল্পনাকারী ছিনতাইকারীচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। ছিনতাইকারীচক্রের সদস্যরা হলেন শহরের দক্ষিণ ঘোনারপাড়ার নুরুল ইসলামের ছেলে নুরুচ্ছফা (২৬), সমিতিপাড়ার সিরাজের ছেলে রুবেল (২০), একই এলাকার আমান উল্লাহর ছেলে মাহমুদুল হাসান (২০), মতলবের ছেলে আয়াছ (১৯), রিয়াজের ছেলে রমজান (২০) এবং আবদুস সালামের ছেলে রফিক (১৯)। এঁদের মধ্যে প্রথমজন ছাড়া অন্য সবাই শহরের ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল তাঁদের গ্রেপ্তার করে। কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদে জানতে পারে, কক্সবাজার শহরের কলাতলী ডলফিনস্থ একটি হোটেল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়ে কয়েকজন লোক অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে ওই স্থানে অভিযান চালানো হয়। তাঁরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, একটি হাতুড়ি, একটি টর্চলাইট, একটি ছোট লোহার শাবল এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।</span></span></span></span></p>