<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুয়াডাঙ্গার দামুড়হুদায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে উপজেলার চিত্লা, গোবিন্দহুদা ও মুক্তারপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে আয়োজিত মানববন্ধনে এ দাবি করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দহুদা গ্রামের রিফাত হোসেন, চিত্লা গ্রামের দামুড়হুদা সদর ইউপির সদস্য মতিয়ার রহমান, খাজা আহাম্মেদ, ফজিলা খাতুন, গোবিন্দহুদা গ্রামের রিফাত হোসেনসহ অন্যরা। বক্তারা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুয়াডাঙ্গা সদর সহকারী জজকোর্টের সেরেস্তাদার নূরুল হক আদালতে চাকরির সুবাদে নিজ স্বার্থের জন্য  চিত্লা, গোবিন্দহুদা ও মুক্তারপুর গ্রামের সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা করে আসছেন। ১৫ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয় ও পাশের গ্রামের বেশ কিছু মানুষের নামে জায়গা দখল, ফসলি জমির মাটি-বালু উত্তোলন, মসজিদ কমিটির তহবিলের টাকা আটকে রাখাসহ বিভিন্ন অভিযোগে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সবাইকে হয়রানি করে আসছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>