<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক যুগ পার হলেও উন্নয়নের ছোঁয়া থেকে আজও বঞ্চিত ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার বাসিন্দারা। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতাসহ নানা সমস্যায় জর্জরিত এই পৌরসভা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, ২০১৪ সালের ২০ জানুয়ারি হালুয়াঘাট সদর ও কৈচাপুর ইউনিয়নের একাংশ ভেঙে ৯.২৫ বর্গকিলোমিটার আয়তনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শ্রেণির মর্যাদা নিয়ে যাত্রা শুরু করে হালুয়াঘাট পৌরসভা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৯টি ওয়ার্ডে ৪০ হাজারের বেশি মানুষের বাস এই পৌরসভায়। ২০২২ সালের ২৮ নভেম্বর </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শ্রেণি থেকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শ্রেণির মর্যাদা লাভ করে পৌরসভা। শুধু তাই নয়, আয়তন বৃদ্ধি পেয়ে হয় ১০.৫০ বর্গকিলোমিটার। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পৌরবাসীর অভিযোগ, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতাসহ নানা সমস্যায় জর্জরিত পৌরসভাটিতে সরকারি দলের মেয়র থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে তারা। দীর্ঘ সময় পার হলেও পৌরসভার নেই নিজস্ব ভবন। ভাড়া বাসায় চলছে পৌরসভার কার্যক্রম। শহরের প্রাণকেন্দ্র কাঁচাবাজার, মধ্য বাজার, শুঁটকি মহল, উত্তর বাজারসহ পৌর শহরের বিভিন্ন জায়গা থেকে নাগরিক বর্জ্য অপসারণ করে সংগ্রহ করে তা ফেলা হচ্ছে শহরের কেন্দ্রীয় গোরস্তান এলাকার ব্রিজের নিচের দর্শা নদীতে। এতে দূষণ ও দুর্গন্ধে একদিকে যেমন বিপন্ন হচ্ছে নাগরিক জীবন, অন্যদিকে নদীটি হুমকির মুখে পড়ছে। জমি অধিগ্রহণ করে ময়লা ফেলার জন্য কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। উত্তর বাজার শহীদ মিনার এলাকায় অবস্থিত ধানমহল থাকার কারণে যানজট যেন নিত্যসঙ্গী। কোনো বাইপাস সড়ক না থাকায় গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর থেকে কয়লা বোঝাই ট্রাক শহরের ভেতর দিয়েই চলাচল করে। ফলে যানজট আরো তীব্র আকার ধারণ করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হালুয়াঘাট পৌরসভার তথ্যমতে, পৌর এলাকায় মোট রাস্তা রয়েছে ৪০ কিলোমিটার। এর মধ্যে মাটির রাস্তা ৩০ কিলোমিটার। হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের রাস্তা রয়েছে ১০ কিলোমিটার, যা বেশির ভাগ ভাঙা অবস্থায় আছে। পৌরসভা ঘোষণার পর থেকে এখন পর্যন্ত মাত্র চার কিলোমিটার রাস্তা পিচ ঢালাই (কার্পেটিং) করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা আরো বেহাল। পৌর শহরটিতে ৫১৫ মিটার আরসিসি ডালাইয়ের ড্রেন রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরেজমিনে ঘুরে দেখা যায়, পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল। উত্তর বাজার ধানমহল জামে মসজিদ থেকে ডাকঘরের সামনের সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে। ৬০ ফুট প্রশস্ত সড়কটির দুই পাশ দীর্ঘদিন ধরে দখল হতে হতে এখন সরু রাস্তায় পরিণত হয়েছে। দুর্ভোগের এখানেই শেষ নয়। এই সড়কে একটি কালভার্ট ভাঙা অবস্থায় আছে দীর্ঘদিন ধরে। সেটির ওপর স্টিলের পাত বসানো, যা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পৌর বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘ বছরে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। আমরা চাই দখলমুক্ত ও পরিকল্পিত পৌরসভা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পৌরসভার ময়লা যেন নদীতে ফেলা না হয় সে বিষয়ে আমরা বলে দিয়েছি। আর কোথায় কোন সমস্যা রয়েছে তা আমাদের নতুন এসি ল্যান্ড এলে আমরা পরে ব্যবস্থা গ্রহণ করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>