<p>ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত ইকামাতেদ্বীন মডেল কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষসহ ২৮ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ রয়েছে ২০২২ সালের অক্টোবর মাস থেকে। ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন রাজনৈতিক প্রতিহিংসায় ডিও লেটার (অভয়পত্র) দিয়ে তাঁদের বেতন বন্ধ করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর লিখিত আবেদন করেছেন তাঁরা।</p> <p>আবেদন অনুযায়ী, ১৯৯১ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে প্রতিষ্ঠিত হয় ইকামাতেদ্বীন মডেল কামিল (এমএ) মাদরাসা। ১৯৯৫ সালের মে মাসে এমপিওভুক্ত  হয়। বিএনপির আমলে প্রতিষ্ঠিত হওয়ার কারণে ২০২১ সালের ৮ অক্টোবর তৎকালীন শিক্ষামন্ত্রী বরাবর ডিও লেটার পাঠিয়ে মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধের ব্যবস্থা করেন সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের অক্টোবর মাস থেকে তাঁদের বেতন-ভাতা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। নিক্সনের ওই পদক্ষেপের কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দুই বছর ধরে মানবেতর জীবন যাপন করছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ২৮ শিক্ষক-কর্মচারী।</p> <p>মাদরাসার অধ্যক্ষ আবু ইউসুফ মৃধা বলেন, ‘আমরা নিক্সন চৌধুরীর প্রতিহিংসার শিকার হয়ে কয়েক বছর মানবেতর জীবন যাপন করছি। মাদরাসাটি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন হওয়ায় এখনো কমিটি বহাল রয়েছে।</p> <p>মাদরাসাটি পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আসাদউজ্জামান বলেন, শিক্ষক-কর্মচারীরা ২৩ মাস ধরে বেতন পান না। অথচ মাদরাসাটি একাধিকবার জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে এবং আবু ইউসুফ মৃধাও কয়েকবার জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।</p> <p>এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, মাদরাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই শিক্ষা মন্ত্রণালয়ের আইন ও বিধি মেনে পরিচালিত হয়ে আসছে। এখানকার ২৮ শিক্ষকের বেতন স্থগিত রয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ে তদন্তাধীন। তদন্ত শেষে প্রকৃত বিষয়টি জানা যাবে।</p> <p> </p> <p> </p>