<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে। জনস্বাস্থ্যের কথা বিবেচনায় ই-সিগারেট ও সংশ্লিষ্ট উপাদান আমদানি নিষিদ্ধের উদ্যোগ নিচ্ছে সরকার। গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পরে মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বৈঠকের সিদ্ধান্ত জানায়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ই-সিগারেট আমদানি নিষিদ্ধের বিষয়টির উদ্যোক্তা স্বাস্থ্য সেবা বিভাগ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্য তালিকায় ই-সিগারেট/ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম অন্তর্ভুক্ত করা হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-এর খসড়া উপস্থাপন করা হয়। তবে খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য ফের উপস্থাপন করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এই অধ্যাদেশের লক্ষ্য দেশের সাইবার নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করা, ডিজিটাল নিরাপত্তা বাড়ানো এবং নাগরিকদের অনলাইন হুমকি থেকে রক্ষা করা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইন হিসেবে প্রণীত হলে অধ্যাদেশটি বাংলাদেশে সাইবার নিরাপত্তা সমস্যা মোকাবেলায় একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, এর ফলে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রের ডিজিটাল সম্পদের সুরক্ষা আরো নিশ্চিত করা যাবে। সাইবার হুমকির ক্রমবর্ধমান ঝুঁকি থেকে দেশের অনলাইন অবকাঠামোকে সুরক্ষিত রাখতে সরকার এই অধ্যাদেশের গুরুত্বের ওপর জোর দিচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় দলসহ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ।</span></span></span></span></span></p>