<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাবনার ঈশ্বরদীতে যুবলীগকর্মী ওয়ালিফ হোসেন মানিককে (৩৪) কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার রূপপুর পাকার মোড়ের ইউসুফ পাটোয়ারীর গলিতে নিজ বাড়ির পেছনে মানিককে হত্যা করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানিক পাকশী যুবলীগকর্মী সৌরভ হাসান টুনটুনির বাঁ হাত কনুই কেটে ফেলা ও তার ছোট ভাই তানভির হাসান মনা হত্যার প্রধান আসামি ছিলেন। তিনি পাকশী ইউনিয়ন যুবলীগের কর্মী হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের সঙ্গে রাজনীতি করতেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য এক বৃদ্ধাকে থানায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানিকের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, টুনটুনির হাত কাটা মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মানিক সাত-আট দিন আগে জামিনে ছাড়া পেয়েছিলেন। এরপর তিনি গত রবিবার রাতে রূপপুরে নিজের বাড়িতে আসেন। সোমবার সকালে বাইরে থেকে ঘুরেফিরে বাড়িতে প্রবেশের সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরেই ওয়ালিফ হোসেন মানিককে হত্যা করা হয়েছে। তার পরও হত্যার কারণ জানতে সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য এক বৃদ্ধাকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দাফনের পর পরিবার থেকে মামলা দায়েরের কথা রয়েছে বলেও জানান ওসি।</span></span></span></span></p>