<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ৬৮ জন। এই সময়ে মৃতের সংখ্যা ৪২১ জনে। গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৫৯ জন, ঢাকা বিভাগে ২৮০ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ১৪৫ জন রোগী ভর্তি হয়েছে।</span></span></span></span></p>