<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেশজুড়ে শীতের আমেজ শুরু হয়েছে। সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। ভোর রাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা দেখা যাচ্ছে। অন্তত আগামী তিন দিন এই কুয়াশা থাকার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময় উত্তরাঞ্চলসহ বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা পড়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কুয়াশা নিয়ে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, রবিবার সকাল ৮টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় এবং খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুশায়া<br /> পড়তে পারে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভোর রাতের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।</span></span></span></span></span></p> <p> </p>