<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৯৯। ডেঙ্গুতে মৃত্যুর এই সংখ্যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৪৭৪ জন। সরকারি ছুটি থাকায় সব হাসপাতাল ডেঙ্গু রোগীর তথ্য দেয়নি। এর আগের দুই দিন হাসপাতালে ভর্তি হয়েছে যথাক্রমে এক হাজার ১০৭ ও এক হাজার ২২১ জন, মৃত্যু পাঁচজন করে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন রোগী নিয়ে চলতি বছর এ পর্যন্ত ৭৭ হাজার ৬০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৩ হাজার ১২৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে চার হাজার ৭৭ জন। তাদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি দুই হাজার ২৯৫ এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ৭৮২ জন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছরে ভর্তি রোগীদের ৪৫ হাজার ৯৩৭ জন ঢাকার বাইরের। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩১ হাজার ৬৬৪ জন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। এ ছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত এক দিনে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ২০৭ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, খুলনা বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে দুজন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ১৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে। এই বয়সে আক্রান্ত ৩২ হাজার ২১৮ জন, যা মোট আক্রান্তের ৪২.৩৮ শতাংশ। এই বয়সে মারা গেছে ৮৯ জন, যা মোট মৃত্যুর ২৪ শতাংশ। </span></span></span></span></p>