<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগরের বিপ্লব উদ্যানে ২৫ দোকানে ১০ থেকে ১২ কোটি টাকা লোপাট হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বৃহস্পতিবার নগরের চকবাজারের কাঁচাবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বিভিন্ন সড়কে বর্জ্য ব্যবস্থাপনা ও সড়ক পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডা. শাহাদাত হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিটি ওয়ার্ডে আমি যাচ্ছি। সুনির্দিষ্ট কিছু দুর্নীতির চিত্র আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে আপনারা দেখেছেন আমি যখন শোলকবহর ওয়ার্ডের বিপ্লব উদ্যানে গিয়ে দেখলাম ২৫টি দোকান থেকে অলরেডি ১০-১২ কোটি টাকা লোপাট হয়ে গেছে এবং সেখানে সিটি করপোরেশন পুরো এক বছরে পেত মাত্র এক লাখ টাকা, অথচ সেখানে ৫০ থেকে ৬০ লাখ টাকা প্রতিবছর আয় করার কথা ছিল। কাজেই এই যে একটা দুর্নীতি মেয়র ও কাউন্সিলররা মিলে করেছে, আমি একে একে সব দেখতে পাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>