<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদেশ সফরকালে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে বাংলাদেশি দূতাবাসগুলোকে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক পরিপত্র জারির মাধ্যমে বিদেশে বাংলাদেশের সব মিশনে ওই নির্দেশনা পাঠিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিপত্রে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিদেশে সরকারি সফরকালে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রটোকল সহায়তা প্রদান করা বিদেশের বাংলাদেশ মিশনগুলোর একটি বিশেষ দায়িত্ব। এ দায়িত্ব পালনে শৈথিল্য প্রদর্শনের কোনো অবকাশ নেই। বিদেশের বাংলাদেশ মিশনগুলোকে এ ধরনের সফর সংঘটিত হওয়ার আগেই সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সফরকালে যেকোনো ধরনের অনভিপ্রেত ঘটনা এড়াতে আরো বেশি সচেষ্ট থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সপ্তাহে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনার পরিপ্রেক্ষিতে জেনেভায় বাংলাদেশ মিশনের মিজান নামের এক লোকাল স্টাফকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আসিফ নজরুলের প্রটোকলের দায়িত্বে থাকা লেবার কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>