<p style="text-align:justify">সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে এবং ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। </p> <p style="text-align:justify">আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। শনিবার সকাল ৬টা থেকে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। </p> <p style="text-align:justify">গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও কক্সবাজারে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজশাহীর বদলগাছী এলাকায় তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। </p>