<p>আগামী ১৫ ডিসেম্বর মালয়েশিয়ায় শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এরপর আগামী বছরের জানুয়ারিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুটি টুর্নামেন্ট সামনে রেখে দল গঠনের প্রাথমিক প্রক্রিয়া শেষে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিকেএসপিতে শুরু হয়েছে এই ক্যাম্প।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জয়ের আশায় গোলের খোঁজ বাংলাদেশের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/16/1731733920-9cb0a38ed853ff945b127d1895a5ce9c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জয়ের আশায় গোলের খোঁজ বাংলাদেশের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/16/1447199" target="_blank"> </a></div> </div> <p>সময় কম পেলেও ভালো একটি দল গোছাতে পেরেছেন বলে জানিয়েছেন মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ সারোয়ার ইমরান। তিনি বলেছেন, ‘অনেক গোছানো একটি দল হয়েছে। যদিও আমরা খুবই কম সময় পেয়েছি। একটা দলে যে ধরনের কম্বিনেশন দরকার হয়, এই দলটার মধ্যে তা আছে।<br /> এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাব। এরপর বিশ্বকাপ নিয়ে চিন্তা করব। বিশ্বকাপেও একই রকম ইচ্ছা আছে।’</p> <p> দল গঠনের প্রক্রিয়া নিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক সজল আহমেদ চৌধুরী বলেছেন, ‘প্রাথমিক পর্যায়ে আমরা এই দলটা গঠন করেছি গত দুই বছরে প্রিমিয়ার লিগ ও এনসিএলে যারা অনূর্ধ্ব-১৯ দলের জন্য উপযুক্ত ছিল। তাঁদের মধ্য থেকে আমরা সেরা পারফরমারদের বাছাই করে স্কোয়াড সাজিয়েছি।’ </p> <p><br /> তবে মূল স্কোয়াড বাছাইয়ে ভূমিকা রাখবে নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ ও ইমার্জিং দলের বিপক্ষে ম্যাচগুলোর পারফরম্যান্স।</p>