<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা নতুন করে আন্দোলনে নামায় ফের অস্থিরতা দেখা দিয়েছে গাজীপুর শিল্পাঞ্চলে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে রবিবার নগরীর ছয়টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য এবং ২৫টিতে রবিবার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুটি কারখানার শ্রমিকরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে রাখেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা বহিরাগত শ্রমিকদের সঙ্গে মিলে বিভিন্ন দাবিতে শনিবার ধর্মঘট শুরু করেন। তাঁরা কারখানায় ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর এবং চার-পাঁচজন কর্মকর্তাকে মারধর করেন। রবিবার সকালে কর্তৃপক্ষ তুসুকা গ্রুপের তুসুকা জিন্স, তুসুকা ট্রাউজার্স, তুসুকা প্রসেসিং, তুসুকা প্যাকেজিং, তুসুকা ডেনিম ও তুসুকা ওয়াশিং এই ছয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান জানান, সরকারি ঘোষণা ও বিজিএমইয়ের নির্দেশনা মেনে গত জুলাই মাসে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়। তার পরও অতিরিক্ত সুবিধা চেয়ে শ্রমিকরা শনিবার আন্দোলনে নামেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রমিকরা জানান, হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কিন্তু কর্তৃপক্ষ দাবি নাকচ করে দেওয়ায় তাঁরা ধর্মঘট করছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ছুটি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামায় রবিবার সকালে কোনাবাড়ী বিসিকের রেজাউল অ্যাপারেলস, লাইফ টেক্সটাইল, লাইফ স্টাইল, ফ্যাশন পয়েন্ট, ফ্যাশন সামিট, আইআর গার্মেন্টে এক দিন ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপরদিকে দুপুরের পর কাশিমপুরের জিরানী এলাকার ডরিন টেক্সটাইল ও ডরিন অ্যাপারেলসের শ্রমিকরা জিএম ও পিএমের অপসারণ ও ভাতা বৃদ্ধির দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্প পুলিশের কোনাবাড়ী কাশিমপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব জানান, ডরিন টেক্সটাইল ও ডরিন অ্যাপারেলসের শ্রমিকদের অবরোধের কারণে দুপুর থেকে নবীনগর-চন্দ্রা সড়কে যানবাহন চলাচল করতে না পারায় চরম দুভোর্গে পড়ে যাত্রীরা। সন্ধ্যার পরও তারা সড়কে অবস্থান করছিল। সমস্যা সমাধানের আশ্বাস দিলে সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।</span></span></span></span></span></p>