<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভারে কারখানার লরিচাপায় আহত এক নারী শ্রমিকের উপযুক্ত ক্ষতিপূরণ ও কর্মকর্তাদের চাকরিচ্যুত করাসহ বিভিন্ন দাবি আদায়ে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছেন তিনটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার সকাল থেকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকার ভার্টেক্স গ্রুপের নিউ ফ্যাশন লিমিটেড এবং স্ট্যান্ডার্ড গ্রুপের দ্য সিভিল ইঞ্জিনিয়ারস ওভেন লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ারস ওয়াশ লিমিটেড কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেছেন। অন্যদিকে কয়েকজন স্টাফকে চাকরিচ্যুত করার দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন সাভারের হেমায়েতপুর এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড গ্রুপের দুই কারখানা দ্য সিভিল ইঞ্জিনিয়ারস ওভেন লিমিটেড ও দ্য সিভিল ইঞ্জিনিয়ারস ওয়াশ লিমিটেডের শ্রমিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্ট্যান্ডার্ড গ্রুপের একজন কর্মকর্তা বলেন, কয়েক দিন আগে বেশ কিছু দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে আন্দোলন শুরু করলে আলোচনার পর কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিগুলো মেনে নেয়। সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিঞা বলেন, শুক্রবার সাভার মডেল থানায় একটি মামলা করা হলে পুলিশ অভিযান চালিয়ে লরিচালক মো. সবুজ হালদারকে গ্রেপ্তার করেছে। </span></span></span></span></span></p>