<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ওলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দেশে দ্বিন ইসলাম প্রতিষ্ঠার জন্য সব মতের আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আলেমরা ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত হবে। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব ধরনের ছাড় দিতে প্রস্তুত। গতকাল শনিবার সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর নাইস কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগ আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওলামা-মাশায়েখ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলেমদের উদ্দেশে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলেমদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো পূর্ণাঙ্গ দ্বিন ইসলামের প্রচার ও প্রসারে কাজ করা। আর আমাদের দেশের প্রতিটি মসজিদ হবে দ্বিন চর্চা, ইসলাম প্রচার ও প্রসারের প্রধান কেন্দ্র। সেই লক্ষ্যে আমাদের আলেম সমাজকে একত্রে কাজ করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রধান আলোচকের বক্তব্যে ড. মাওলানা মুফতি খলিলুর রহমান মাদানী বলেন, শুধু ওলামায়ে কেরামের ইমামতিতেই এ দেশে শিরক, বিদাত, অপরাধ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সম্ভব। সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী। সভাটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজাম উদ্দিন, মজলিসে মোফাসরিন রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা আবুল কালাম আযাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক অধ্যাপক আব্দুস সালাম আল মাদানী, ওলামা-মাশায়েখ রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা মোস্তফা আল মারুফ প্রমুখ।</span></span></span></span></span></p>