<p>‘নির্বাচন আমরা অবশ্যই চাই। কিন্তু নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন করতে হবে। একটা নতুন খসড়া তৈরি করতে হবে। সেই খসড়ার আলাপ-আলোচনা করার জন্য গণপরিষদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’ গতকাল শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে কবি ও চিন্তক ফরহাদ মজহার এসব কথা বলেন।</p> <p>ফরহাদ মজহার আরো বলেন, ‘৭২ সালে যাঁদের পাকিস্তানের গঠনতন্ত্র বানানোর জন্য ভোট দেওয়া হয়েছে, তাঁরাই ফিরে এসে স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেছেন। তাঁরা শাসন করতে যেটা চেয়েছেন সেটাই করেছেন। এটা আমাদের ওপর চাপিয়ে দিয়ে এতটা বছর শাসন করা হয়েছে। আওয়ামী লীগ বোঝানোর চেষ্টা করেছে, তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছে। অথচ মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার।’</p> <p> </p> <p> </p>