<p>অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। গতকাল শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার শেরেবাংলানগরের বিআইসিসিতে আয়োজিত এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।</p> <p>হাসান আরিফ বলেন, ‘নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। নির্বাচন কমিশনে যারা এসেছেন, সবাই অভিজ্ঞ। তারা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি।’</p> <p>একই দিন গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে নবনির্মিত ‘ওয়ামি’ কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বাংলাদেশের নাগরিকদের ভারত কবে থেকে ভিসা উন্মুক্ত করবে তা তাদের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে বাংলাদেশ সরকারের কোনো বক্তব্য দেওয়ার কিছু নেই। তিনি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দান করা জমিতে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।</p>