<p>রাজবাড়ীতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলামের বিরুদ্ধে বালিয়াকান্দি উপজেলার স্মার্ট কার্ড বিতরণ উপলক্ষে ডাটা এন্ট্রি অপারেটর ও টিম সহকারী পদে নিয়োগ প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীকে রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে উল্লেখ থাকলেও রাজবাড়ীর বাইরের জেলার নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ৬ নভেম্বর বালিয়াকান্দি উপজেলায় স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য টেকনিক্যাল ম্যানেজার/টিম লিডার, অপারেটর ও টিম সহকারী পদে অস্থায়ী জনবল নিয়োগ চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়; যেখানে ১২ নম্বর শর্ত ছিল আবেদনকারীকে রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে দেখা যায়, ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগপ্রাপ্ত সাঈদুর রহমান সুজন ও সালমান আফ্রিদী এবং টিম সহকারী পদে মো. আবির শেখ অস্থায়ী নিয়োগ পেয়েছেন। এর মধ্যে সাঈদুর রহমান সুজনের বাড়ি মাগুরা জেলায়। আবির রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তার গাড়িচালক অনিক শেখের ভাই। আর সালমান আফ্রিদীর বাড়ি ফরিদপুরে। সালমান আফ্রিদী বলেন, ‘আমি আগে রাজবাড়ীতে থাকতাম।’ জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি যাচাই করে দেখব।’</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>