<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোটা সংস্কার আন্দোলনে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসাইন বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় ছাত্রলীগের ২২০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে ১৫০-২০০ জনকে। উল্লেখযোগ্য আসামিরা হলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। এর আগে ২১ অক্টোবর শেখ হাসিনাকে হুকুমের আসামি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন আরেক সমন্বয়ক মাহিন সরকার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মামলা করার পর শাহবাগ থানার সামনে সংবাদ সম্মেলনে মামলার বিষয়টি তুলে ধরা হয়। এ সময় সমন্বয়ক আব্দুল কাদের, রিফাত রশীদ, হামজা মাহবুব, মোহাম্মদ মহিউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে আব্দুল কাদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২১ তারিখে একটি মামলা করেছিলাম, সেখানে যাদের নাম বাদ পড়েছে তাদের বিরুদ্ধে এবং যারা আন্দোলনের মূল উসকানিদাতা, তাদের অন্তর্ভুক্ত করে ২২০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছি শাহবাগ থানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেন মামলাটি দায়ের করেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মামলার বাদী আরমান হোসেন বলেন, গত ১৫ জুলাই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নির্মম হামলা ও আঘাত করেছে, এটা সবাই দেখেছে। ২১ তারিখে একটি মামলা করা হয়েছে। সেখানে কিছু আসামি বাদ পড়ে, কিছু মূল হোতা বাদ পড়ে।</span></span></span></span></span></p>