<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেঙ্গু প্রতিরোধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জোরালোভাবে মাঠে নেমেছে বিএনপি। দলটির মহানগর উত্তর ও দক্ষিণের সাবেক দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে কেন্দ্র করে এই কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের সঙ্গে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকনসহ ড্যাবের একদল চিকিৎসক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা আছেন। বিএনপির উদ্যোগে রাজধানীতে রক্তদান কর্মসূচি, মশা নিধনে স্প্রে ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কার্যক্রম চলছে। দুই সিটিতে এরই মধ্যে ৪০০ জন স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন; প্রয়োজনে তাঁরা হাসপাতালে গিয়ে রোগীদের রক্ত দিয়ে আসছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচিত সরকারই জনগণের জন্য কাজ করতে পারে</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার নয়াপল্টনে ডেঙ্গু মোকাবেলা কার্যক্রমসংক্রান্ত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার জনবান্ধব। এই সরকারের উচিত ছিল ডেঙ্গু প্রতিরোধে আরো সক্রিয় হওয়া, আগাম প্রতিরোধের ব্যবস্থা নেওয়া। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ না কমা পর্যন্ত আজ থেকে দলের সচেতনতা ও সেবামূলক কার্যক্রম বেগবান করা হলো। অন্তর্বর্তী সরকারের বয়স দুই মাসের বেশি হয়ে গেছে উল্লেখ করে রিজভী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা মনে করি, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে আসবে। নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে। যেখানে মানুষের বেঁচে থাকার প্রশ্ন, সেখানে নির্বাচিত সরকার কাজ করতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেন, ডেঙ্গু বা এডিস মশা নিয়ে আমরা দলগত ও সামাজিকভাবে বেশ চিন্তিত। এই অবস্থায় জনগণকে সহযোগিতা করতে আমরা নানা কর্মসূচি পালন করছি। জাসাস মানুষের মাঝে সচেতনতা বাড়াতে তাদের শিল্পীদের নিয়ে গান পরিবেশন করবে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইশরাক হোসেন বলেন, ডেঙ্গু সচেতনতায় দুই সপ্তাহ ধরে আমরা নগরবাসীকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করে যাচ্ছি। এডিসের লার্ভা ধ্বংসেও কার্যক্রম হাতে নিয়েছি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>