<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ এখনো যায়নি। কেবল ফ্যাসিবাদের একজন নেতা ভারতে পালিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফ্যাসিবাদ পতনের সাড়ে তিন মাস হয়েছে। অথচ গতকাল বাংলাদেশ ব্যাংকের একটি নির্বাচনে ফ্যাসিবাদ সমর্থিত প্যানেল পূর্ণ জয়লাভ করেছে। কিন্তু সরকার ও রাজনৈতিক দলগুলো ব্যাপারটি অবজ্ঞা করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেকে আমাকে যুক্তি দিয়েছেন, তারা গত ১৬ বছরে ছাত্রলীগের পাণ্ডাদের বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দিয়েছে। তাই তারা জিতেছে। আমার প্রশ্ন হলো, যদি আপনারা সত্যিই শুদ্ধি অভিযান চালাতে না পারেন, তাহলে নির্বাচন দিলেন কেন?</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মাহমুদুর রহমান আরো বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া লুটপাট হয়নি। আতিউর রহমানের সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে। অথচ এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। বাংলাদেশের অর্থনীতি খুব শক্তিশালী। এখানে জনগণকে ঠিক করতে হলে আর্থিক খাতে সংস্কার করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু রোগ বিশেষজ্ঞ মো. আতিয়ার রহমান, জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি প্রমুখ।</span></span></span></span></span></p>