<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অপরাধীর কোনো দলীয়, ধর্মীয় পরিচয় হয় না। অপরাধ যারা করবে, তাদের রাজনৈতিক পরিচয় যাই হোক ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জবাবদিহি করা হচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে বিকেলে জাতীয় জাদুঘরে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রক্তাক্ত ৩৬ জুলাই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> লাল গ্রাফিতি প্রদর্শনী ও কবিতা পাঠ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, সংবিধান বাংলাদেশের দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে। মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায়, তা গ্রাফিতিতেই তুলে ধরেছে তরুণরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই-আগস্টে মানুষের মধ্যে যে চেতনা কাজ করেছিল, সেটি হারিয়ে যাচ্ছে। যারা রাস্তায় নামেনি তারা সুফল উপভোগের চেষ্টা করছে। ৫ আগস্ট বিজয়ের পরই অনেক জায়গায় ভাগ-বাটোয়ারা শুরু হয়। যারা আন্দোলন করেছিল, তাদের আকাঙ্ক্ষা পূরণ এখন আমাদের দায়িত্ব। সেটি পূরণ না হলে আবার সরকারের বিপক্ষেই মানুষ দাঁড়াবে। আন্দোলনকারীদের অনেকেই এখনো অবহেলিত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>