<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাদরাসার গাছ বিক্রির অভিযোগ শিরোনামে দৈনিক কালের কণ্ঠে গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর বনচাকী কামিল মাদরাসার অধ্যক্ষ এম এম জিয়াউল কাইয়ূম মিয়া। এক প্রতিবাদপত্রে তিনি দাবি করেছেন, তাঁর সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহলের প্ররোচনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুর প্রতিনিধির বক্তব্য : সংবাদ প্রকাশের নীতিমালা অনুযায়ী অভিযোগের বিষয়ে জানতে অধ্যক্ষের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি গাছ কর্তনের বিষয়ে কিছু জানেন না বলে ফোনটি কেটে দেন, যা প্রকাশিত সংবাদে হুবহু উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হেফজখানার সাধারণ সম্পাদক আলমগীর মোল্যা গাছগুলো কাটার উদ্যোগ নেওয়ার কথা স্বীকার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌখিক অভিযোগ পেয়ে চতুল ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে (তহশিলদার) সরেজমিনে পাঠিয়ে গাছ কাটার চেষ্টার প্রাথমিক সত্যতা পেয়েছেন।</span></span></span></span></p>