<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। হাসপাতাল পরিচালক ও মেডিসিন বিভাগের চিকিৎসক শফিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি। ফরহাদ মজহারের অসুস্থতার বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্বাসকষ্ট, সর্দি জ্বর নিয়ে দুপুরে এই কবি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে উনার ফুসফুসের সংক্রমণ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ফরহাদ মজহারের অসুস্থতার বিষয়ে বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনীগ) পরিচালক সীমা দাস সিমু গণমাধ্যমকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চার-পাঁচ দিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। আজ (গতকাল শুক্রবার) সকাল থেকে বেশি অসুস্থ বোধ করায় ১১টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাড়ে ১১টার দিকে ফরহাদ মজহারের চিকিৎসা শুরু হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ফরহাদ মজহার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p>