<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেন, তথাকথিত গডফাদারসহ অনেকেই তৎপর হয়েছিলেন নারায়ণগঞ্জকে সন্ত্রাসীর জনপদ বানানোর। যারা সন্ত্রাসীদের লালন-পালন করবেন, চাঁদাবাজি-টেন্ডারবাজি করবেন, তাঁরা ভুলেও যেন এই পথে আর পা না দেন। দুর্গাপূজা সম্পর্কে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা শঙ্কা দূর করে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনেকেই সাইবার ওয়ার্ল্ডে অপতৎপরতা চালাচ্ছে। এ বিষয়ে আমাদের সবার সতর্ক থাকতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা নিয়ে আইজিপি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পূজাকে ঘিরে অনেকের মধ্যে শঙ্কা কাজ করেছিল। আমরা এই শঙ্কা দূর করে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। সারা দেশে প্রতিটি পূজামণ্ডপে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা পালন করা হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা বাড়াতে পুলিশের পাশাপাশি র‌্যাব, কোস্ট গার্ড, আনসার, সশস্ত্র বাহিনী কাজ করছেন। যারা এই উৎসবকে কেন্দ্র করে অপতৎপরতা ঘটাতে চায়, তারা সব সময় সুযোগের অপেক্ষায় থাকে। এই সুযোগ আমরা দেব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, র‌্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ব্যবসায়ী প্রবীর কুমার সাহা প্রমুখ।</span></span></span></span></p> <p> </p>