<p>পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর  লিচু বাগান থেকে উদ্ধার করা হয়েছে নয়ন হোসেন মন্ডল (২৭) নামের এক যুবকের মরদেহ। এ ঘটনায় জরুরি সেবা ৯৯৯ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। </p> <p>বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়‌ইচারা এলাকার কাঁঠালতলা মোড়স্থ একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাক, মুখে আঘাত করে রক্তাক্তসহ শ্বাসরোধ করে হত্যা করার আলামত পাওয়া গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পাবনায় বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, অস্ত্রসহ আটক ১০" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727645377-858c98c67030e62f40a7c377f262561f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পাবনায় বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলি, অস্ত্রসহ আটক ১০</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/30/1430394" target="_blank"> </a></div> </div> <p>নিহত নয়ন ওই এলাকার কাঠ ব্যবসায়ী মজিবুল মণ্ডলের ছেলে। পেশায় তিনি জয়নগর শিমুলতলা বাজারের বৈদ্যুতিক মিস্ত্রি ছিলেন।</p> <p>নিহতের বাবা মজিবুল মন্ডল জানান, জয়নগর শিমুলতলা বাজারে নয়নের টিভি/ ফ্যান মেরামতের দোকান ছিল। প্রতিদিন রাত ৯-১০ টার মধ্যে সে দোকান বন্ধ করে বাড়িতে ফিরতো। বুধবার রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় এবং নয়নের ব্যবহৃত মুঠোফোন বন্ধ পেয়ে তার স্ত্রী মনিকা খাতুন বিষয়টি তাকে জানান। তখন তিনিসহ পরিবারের লোকজন শিমুলতলা বাজারসহ আশপাশে খোঁজাখুঁজি করেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করে না পেয়ে বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার আবারো সকালে তার খোঁজে বের হন। লোকমুখে লিচু বাগানে মরদেহ পড়ে থাকার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে নিজের ছেলে নয়নের মরদেহ দেখতে পান। তবে কে বা কারা তার ছেলে নয়নকে হত্যা করেছে তা তিনি ও তার পরিবারের কেউ সঠিকভাবে বলতে পারেননি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঈশ্বরগঞ্জে ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ২" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/09/1720520878-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঈশ্বরগঞ্জে ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/07/09/1404859" target="_blank"> </a></div> </div> <p>ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম শহিদ জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।</p>