<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে এক বাঙালি নিহত হওয়াকে কেন্দ্র করে সহিংসতায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে চারজন পাহাড়িকে হত্যা এবং পাহাড়িদের ঘরবাড়িতে আগুন, লুটপাট ইত্যাদির নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন দেশের ৪৪ জন নাগরিক ও অধিকারকর্মী। এসব ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তাঁরা। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিবৃতিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর হত্যাকাণ্ড, লুটপাট ও সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংসের বিষয়ে উচ্চ পর্যায়ের স্বচ্ছ, নিরপেক্ষ তদন্তের পাশাপাশি পাঁচ দাবি জানানো হয়েছে। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়ক খুশি কবীর, জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, সুব্রত চৌধুরী ও তবারক হোসেন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, ড. ফস্টিনা পেরেইরা, ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, নারী পক্ষর সদস্য শিরিন পারভীন হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, সুমাইয়া খায়ের, শাহনাজ হুদা, রোবায়েত ফেরদৌস, খাইরুল ইসলাম চৌধুরী, জোবায়দা নাসরিন ও গীতি আরা নাসরিন, আলোকচিত্রী শহিদুল আলম, বেলার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাসলিমা ইসলাম শমি, লেখক রেহনুমা আহমেদ, বিএনডব্লিউএলএর নির্বাহী পরিচালক সালমা আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ প্রমুখ।</span></span></span></span></p>