<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ও মাহবুব আরা বেগম গিনি এবং সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার আলাদা অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এই তথ্য দেন। তিনি জানান, গিনি ও জ্যাকব ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, জাতীয় সংসদের সাবেক হুইপ গিনি গাইবান্ধা-২ আসনের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী। জ্যাকব ভোলা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি একবার উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিএমপির পক্ষ থেকে বলা হয়, জাহাঙ্গীর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন। তিনি ছিলেন ডামি নির্বাচনের কারিগর। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময়ও জাহাঙ্গীর ইসির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত মে মাসে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে বদলি করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনার পর জাহাঙ্গীরকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি উঠলে গত ১৪ আগস্ট তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>