<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার বন্ধুরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। ক্ষেতলালে মাদক ও সন্ত্রাস থেকে যুবসমাজকে রক্ষা করার লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের তারাকান্দায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/09.September/19-09-2024/mk/kk-2-2024-09-20-11a.jpg" style="float:left" width="300" />রংপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ রংপুর জেলা শাখার বন্ধুরা গতকাল বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বড় ভাই রমজান আলী, আবু হোসেন, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক তানজিম হাসান, অর্থ সম্পাদক সোহাগ কুমার দাশ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষেতলাল</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (জয়পুরহাট) : ক্ষেতলালে  মাদক ও সন্ত্রাস থেকে যুবসমাজকে রক্ষা করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খেলায় অংশ নেয় বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখা টিম ও খড়িকাটা ফুটবল একাদশ ক্ষেতলাল। ৯০ মিনিটের খেলায় বসুন্ধরা শুভসংঘ ফুটবল টিম খড়িকাটা ফুটবল একাদশকে দুই গোলে পরাজিত করে। বসুন্ধরা শুভসংঘের আম্মার ও মুন্না একটি করে গোল করেন। খেলা উদ্বোধন করেন শুভসংঘের ক্রীড়াবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তারাকান্দায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল বুধবার তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সচেতনতার বার্তাসংবলিত লিফলেট পৌঁছে দেওয়া হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আবু সায়েম, সদস্য রিশাদ, স্বপ্নীল, নিরব, রেদোয়ান, মুক্তা, স্বর্ণা প্রমুখ।</span></span></span></span></p>