<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ-আন্দোলনের বিজয় যাতে নস্যাৎ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে। রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন। এ বিষয়ে এখনই উদ্যোগ নিতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত এক সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসব কথা বলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুমের সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এবি পার্টির সদস্যসচিব মজিবর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলনের তথ্য ও গবেষণা সম্পাদক ফজলুল করিম মারুফ, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনায় সুব্রত চৌধুরী বলেন, সংস্কার দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে। সবাই যদি দাবিদাওয়া দিয়ে ওত পাতাদের সুযোগ করে দেয় তাহলে সংস্কার হবে না। আবারও এক-এগারোর মতো হবে। গত ১৫ বছরের অনিয়ম ও বঞ্চনার অবসান করবে নির্বাচিত সরকার। সব কিছু অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দিলে হবে না। সংস্কারকে গুরুত্ব দিতে হবে।</span></span></span></span></p>